বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২২:৩১
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৪৫৬ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনে। সুস্থ হয়েছেন চার লাখ ৮৭ হাজার ৯৫৩ জন।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৫৬৯ জনের। মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৯৩৭ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৮৮ জন।
এদিকে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা যুক্তরাষ্ট্র ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।