শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনা যাদের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২২:৪৫
৪ অক্টোবর (সোমবার) চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তবে ৬টি ক্ষেত্রে নোবেল দেয়া হলেও বরাবরই আগ্রহের কেন্দ্রে থাকে নোবেল শান্তি পুরস্কার। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে নরওয়ে থেকে ঘোষণা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম।
এবার এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ২৩৪ জন ব্যক্তি ও ৯৫টি প্রতিষ্ঠান। আলোচনায় আছেন নিউজিল্যান্ডর প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে ডব্লিউএইচওর মতো সংস্থা।
করোনা মহামারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম আছে আলোচনার শুরুতে। অভিবাসী এবং শরণার্থীদের অধিকার নিয়ে অবদান রাখায় শান্তিতে নোবেলের জন্য আলোচনায় আছে ইউএনএইচসিআরও।
অপরদিকে তালিকায় আছে ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় কর্মরত দুটি প্রতিষ্ঠান বিসালেম এবং পিসিএইচআর। এছাড়াও আলোচিত হচ্ছে পোল্যান্ডের বিচারপতিদের সংগঠন লুস্তিতিয়া।
শুক্রবার চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ডিসেম্বরে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকেই গ্রহণ করতে পারবেন পুরস্কারের পদক, সনদ ও অর্থ।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।