মমতার শপথ গ্রহণ আজ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২৩:০০
ভবানীপুর উপ-নির্বাচনে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধাতক হিসেবে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। এই ভোটের লড়াইয়ে মমতা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটে পরাজিত করেন। মমতা ছাড়াও আরও শপথ নেবেন সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে জয়ী দুই দুই তৃণমূল বিধায়ক।
জানা গেছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ই মমতাসহ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। শেষ মুহূর্তে এই বিষয়ে পরিষদীয় দফতর ও রাজভবনের মধ্যে ফাইল আদান-প্রদানও হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মমতা বন্দ্যোপাধ্যায়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।