আইএসের ৪ সদস্যকে আটক করেছে তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২৩:০১
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চল থেকে ৪ আইএস সদস্যকে আটক করেছে তালেবান। বুধবার (৭ অক্টোবর) সংগঠনের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কাবুলের কাছে পাগমান জেলায় অভিযান চালিয়ে আইএসের একটি ঘাঁটি থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও নথিপত্র জব্দ করে তালেবান সদস্যরা।
এর আগে রোববার কাবুলের বাইরের পাগমান জেলায় একটি মসজিদে বোমা হামলা চালানো হয়। সেই হামলায় ৭ জন নিহত হয়। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই অভিযান চালানো হয়েছে। আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দফায় দফায় এ ধরনের অভিযান চালাচ্ছে তালেবান।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আফগানিস্তান কাবুল তালেবান বোমা হামলা আইএস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।