সৌদি আরবে বিমানবন্দরে ড্রোন হামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ০০:১৫
সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (৬ অক্টোবর) এই হামলা চালানো হয়। হামলায় বিমানবন্দরের চার কর্মী সামান্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম।
তবে সৌদি আরবের দাবি, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরাই এ ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে।
সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, ওই ঘটনার পর কিছু সময় বিমানবন্দরের রাস্তা বন্ধ রাখা হয়। তবে এখন আবার সবকিছু স্বাভাবিক আছে বলেই জানানো হয়েছে।
বিমানবন্দরে হামলার প্রচেষ্টাকে প্রতিহত করতে সৌদি জোট কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি জোট দাবি করেছে, এরইমধ্যে ইয়েমেনের সাদা প্রদেশে ড্রোনের একটি লঞ্চিং সাইট ধ্বংস করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।