সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজ্জাক গুর্নাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ০১:৩৩

সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজ্জাক গুর্নাহ

সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবার সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আব্দুলরাজ্জাক গুর্নাহ।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করেন।

আব্দুলরাজ্জাক গুর্নাহ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালে। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান এই সাহিত্যিক। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

এর আগে, গত ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top