আফগান পাবলিক বিশ্ববিদ্যালয় খুলবে শিগগিরই

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ১৯:২০

আফগান পাবলিক বিশ্ববিদ্যালয় খুলবে শিগগিরই

আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে প্রস্তুতি ও পরিকল্পনা শেষ হয়েছে। শিগগিরই ইসলামিক আমিরাত-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে প্রাইভেট ভার্সিটির ইউনিয়নের সঙ্গে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে একটি চুক্তি হয়। এরপরই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চালু রয়েছে। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে তালেবান সরকার।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top