বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

চীন সাগরে অজ্ঞাত বস্তুর সাথে মার্কিন সাবমেরিনের ধাক্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২২:৩৪

চীন সাগরে অজ্ঞাত বস্তুর সাথে মার্কিন সাবমেরিনের ধাক্কা

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত একটি সাবমেরিনের সঙ্গে অজ্ঞাত এক বস্তুর আঘাত লেগেছে। এতে সাবমেরিনে থাকা কমবেশি ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। সাবমেরিনেরও বড় কোনো ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের একটি পরমাণুচালিত সাবমেরিনের সঙ্গে দক্ষিণ চীন সাগরে একটি অজ্ঞাত বস্তুও আঘাত লেগেছে। সাবমেরিনটি দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশনে ছিল।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনে কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটা সি-উলফ শ্রেণির পরমাণু-চালিত সাবমেরিন। বর্তমানে সাবমেরিনটি গুয়ামে মার্কিন নৌঘাঁটির দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই খতিয়ে দেখা হবে সাবমেরিনটিকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top