আফগানিস্তান শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা

কুন্দুজের শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে আইএস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ১৯:৪২

কুন্দুজের শিয়া মসজিদে

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী (ইসলামিক স্টেট)। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজ চলাকালীন হঠাৎই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জনের প্রাণ যায়। আহত হয়েছেন আরও বহু মানুষ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বখতার নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আফগানিস্তানের দুই স্বাস্থ্য কর্মকর্তা থেকে জানা গেছে, হামলায় নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০ জনের মতো।

ভয়াবহ এ হামলার ঘটনার পর দেশটির তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top