বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬১১ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ২২:৪৭

বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ৭ হাজার ৬১১ জন

২৪ ঘণ্টা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও সাত হাজার ৬১১ জনের। এই সময়ে শনাক্ত হয়েছেন চার লাখ ৪২ হাজার ৯১২ জন। নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ৪৬ হাজার ৯৯৮ জন। 

শনিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৫৭ হাজার ৩৭০ জনের। মোট শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ৭৫ জন। আর এর মধ্যে ২১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top