শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাবুলে হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ২৩:১৫

কাবুলে হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সে দেশে অবস্থানরত নাগরিকদের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে যেতে নিষেধ করেছে এই দুইদেশ। সোমবার (১১অক্টোবর) এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের থেকে বলা হয়েছে, সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যেসব আমেরিকার নাগরিক রয়েছেন, তাদের নিরাপত্তার জন্য দ্রুত অন্য কোথাও সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ব্রিটিশ নাগরকিদের নিষেধ করা হয়েছে আফগানিস্তানে আসতে।

আমেরিকা এবং যুক্তরাজ্য সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরণের দেখেছে আফগানিস্তান। শুক্রবার কুন্দুজ প্রদেশে একটি মসজিদে আবারো ঘটে বিস্ফোরণ। তাতেও প্রাণ হারান শতাধিক আফগানবাসী। এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top