বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

আজকে থেকে ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১৮:২১

আজকে থেকে ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালু করছে ভারত। করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পর্যটক ভিসা পরিষেবা শুরু করছে ভারতীয় হাই কমিশন।

ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে নিতে হবে ভিসা। ১৫ নভেম্বরের পর বাংলাদেশ থেকে নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় ভারতে যাওয়া যাবে। কেউ চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে সে সুযোগ ১৫ অক্টোবরের পরই মিলবে। আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।

ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে একদম বিনামূল্যে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top