চীনে বন্যায় মৃত্যু ১৫ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ২২:৩০

চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে বন্যা

চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে টানা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। দেশের শীর্ষ কয়লা উৎপাদনকারী ওই এলাকায় বন্যার কারণে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস মঙ্গলবার (১২ অক্টোবর) জানিয়েছে, বন্যায় অন্তত সাড়ে ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সাড়ে ১৯ হাজার ঘর ধসে পড়ায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, বন্যার কারণে অন্তত ৭৭ কোটি ডলার ক্ষতি হয়েছে। তবে শানশির কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।

চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, জরুরি বন্যা প্রতিক্রিয়ার মাত্রা কমানো হয়েছে। অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা বলছে, ছোট ও মাঝারি আকারের নদীর পানি বিপৎসীমার নিচে বইছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে দেশটির হেনান প্রদেশে রেকর্ড বন্যা হয়। ওই বন্যায় প্রায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top