কানাডা-মেক্সিকোর সাথে সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ২১:১৮
চলতি বছরের নভেম্বর থেকে কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে শর্ত থাকছে যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন শুধু তারাই দেশ দুইটি থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এক্ষেত্রে, স্থলপথে এবং ফেরি পারাপারের মাধ্যমে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিবিসির এক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এখন টিকা নেওয়ার প্রমাণ দেখাতে না হলেও ২০২২ সালের জানুয়ারি থেকে তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে।
উল্লেখ্য, এর আগে করোনা মহামারির কারণে ২০২০ সালে মার্চ থেকে যুক্তরাষ্ট্র তাদের এই প্রতিবেশি দেশ দুইটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।