১৮ মাস পর বিদেশি পর্যটকদের অনুমতি দিয়েছে বালি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ২১:২৮

১৮ মাস পর বিদেশি পর্যটকদের অনুমতি দিয়েছে বালি

করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান পর্যটন এলাকা বালি দ্বীপে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে সরাসরি এই দ্বীপটিতে যেতে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বালিতে যেতে হলে বিদেশি পর্যটকদের প্রথমে নামতে হবে জাকার্তা বা দেশটির অন্য কোনো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর সেখান থেকে তারা দ্বীপটিতে যেতে পারবেন।

ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপেটির এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে মেরামতের কাজ চলছে। সেটি শেষ হলেই বাইরের দেশ থেকে সরাসরি বালিতে এসে পৌঁছাতে পারবেন বিদেশি পর্যটকরা।

এছাড়া, ঘোষণায় আরও বলা হয়েছে, টিকার দুই ডোজ সম্পূর্ণ করা পর্যটকদেরই কেবল ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে এবং প্রবেশের পর বাধ্যতামূলকভাবে ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশি পর্যটকদের।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top