বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কোয়ারেন্টাইন তুলে নিচ্ছে সিডনি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৭:২৮

কোয়ারেন্টাইন তুলে নিচ্ছে সিডনি

বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিচ্ছে সিডনি। চলতি বছরের নভেম্বর থেকে শুধুমাত্র টিকার ডোজ সম্পন্ন করা ভ্রমণকারীদের জন্য সিডনিতে কোয়ারেন্টাইন তুলে নেওয়া হচ্ছে। যদিও কোয়ারেনটাইন তুলে নেওয়ার বিষয়টি এখনো ফেডারেলের অনুমতির অপেক্ষায় আছে।

শুক্রবার (১৫ অক্টোবর) ঘোষণা করা নিউ সাউথ ওয়েলসের পরিকল্পনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এখনও সাড়া দেননি।

নিউ সাউথ ওয়েলসের প্রধান ডোমেনিক পেরোটে বলেন, চলতি বছরের ১ নভেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করে বলতে চাই যে, আমরা সবাইকে সমান চোখে দেখি এবং যদি আপনি পুরোপুরি টিকাগ্রহণ করেন তাহলে এই চমৎকার রাজ্যে আপনি আসতে পারেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের মার্চ মাস থেকে অস্ট্রেলিয়া করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top