শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ১৮:৪৫

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

আট দেশের যাত্রীদের জন্য ৮ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে যুক্তরাষ্ট্রে। তবে শুধুমাত্র যারা দুই ডোজ টিকার কোর্স সম্পন্ন করেছেন, সেসব যাত্রীই প্রবেশের অনুমতি পাবেন।

শুক্রবার (১৫ অক্টোবর) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কেভিন মুনোজ।

দেশগুলোর নাম এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র প্রশাসন, তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য দেশগুলো হলো - চীন, কানাডা, মেক্সিকো, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের দুই দেশ।

এর আগে, ২০১৯ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে চীনসহ বেশকিছু দেশের যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, জরুরি প্রয়োজন ব্যতীত এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top