দীর্ঘ লকডাউন শেষ করছে মেলবোর্ন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২০:১২

দীর্ঘ লকডাউন শেষ করছে মেলবোর্ন

দীর্ঘ ২৬২ দিনের লকডাউন শেষ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। চলতি সপ্তাহেই স্বাভাবিক জীবনে ফিরছে অস্ট্রেলিয়ার শহরটি। রবিবার (১৭ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু এই তথ্য নিশ্চিত করেন।

অ্যান্ড্রু জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১২টা থেকে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করা হবে। কোন কারফিউ থাকবে না , চলাচলের ওপর কোন নিষেধাজ্ঞাও থাকবে না। তবে বাড়িতে আয়োজন করা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সর্বোচ্চ ১০ জন মানুষ। আর বাইরের আয়োজনে জড়ো হতে পারবেন ১৫ থেকে সর্বোচ্চ ৫০ জন। রাজ্যটিতে পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণ ৭০ শতাংশের পৌঁছানোর পরই গৃহীত হলো এ সিদ্ধান্ত।

উল্লেখ্য, করোনা মহামারিতে মেলবোর্ন বিশ্বে সবচেয়ে বেশি দিন লকডাউনের মধ্যে থাকা শহর। মেলবোর্নের ৫০ লাখ মানুষ ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে ঘরবন্দি ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top