শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নাইজেরিয়ায় ফের বন্দুকধারীদের হামলা, নিহত ৪৩

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ১৯:১৪

নাইজেরিয়ায় ফের বন্দুকধারীদের হামলা, নিহত ৪৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের। রবিবার সেখানকার একটি সাপ্তাহিক বাজারে এ হত্যাকাণ্ড শুরু হয় যা সোমবার সকাল পর্যন্ত চলে। দেশটির ওই রাজ্যের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তবে ইলিয়াস আবা নামের স্থানীয় একজন ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, সেখানকার হাসপাতালে মর্গে দেখা গেছে ৬০টি মরদেহ। আরও অনেকে সেখান থেকে পালানোর সময় আহত হয়েছেন। ওই ব্যক্তি আরো বলেন, বন্দুকধারীরা যখন হামলা করে তখন সেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় ছিল। তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা তা মানেনি।

এদিকে, সাম্প্রতিক সময়ে সহিংসতা থামাতে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সামরিক অভিযান চালাচ্ছে দেশটির সরকার। গেল সেপ্টেম্বরে জামফারা রাজ্যে টেলিফোন সংযোগ বন্ধ করে দিয়ে শুরু করা হয় অভিযান। পরে তা কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের কিছু এলাকায় বিস্তৃত করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top