শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বোমা হামলায় সিরিয়ার ১৩ সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২১:২৫

বোমা হামলায় সিরিয়ার ১৩ সেনা নিহত

সিরিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যেম জানিয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর বিস্ফোরিত হয় দুটি বোমা। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা। সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িতের ধারণা করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top