নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল হলেন আদিবাসী নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ২০:৫৭

ডেম সিনডি কিরো

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের গভর্নর জেনারেলের দায়িত্ব পেলেন আদিবাসী কোনো নারী। ডেম সিনডি কিরো নামের ওই নারী দেশটির মাওরি সম্প্রদায়ভুক্ত।

রয়টার্সের তথ্য মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওয়েলিংটনে দেশটির পার্লামেন্টে গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিবাসী ও প্রান্তিক মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে কিরো আরও বলেন, মাউরি ও ব্রিটিশ পরিবারে জন্ম হওয়ায় গর্ব বোধ করেন তিনি। নতুন অভিবাসী ও সাবেক শরণার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান তিনি।

নতুন গভর্নর জেনারেলকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘আমি জানি, এই পদে প্রথম মাওরি নারী হিসেবে আপনি এটা মাথায় রেখেছেন যে আপনার কর্মকাণ্ড দেশের সব স্তরের মানুষকে অনুপ্রেরণা দেয়।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মাউরি সম্প্রদায়ের। সামাজিক ও অর্থনৈতিকভাবে এখনো সুবিধাবঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top