ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১৭:৩৫
নিম্নচাপ ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ও ভারতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
নেপাল সরকারের জরুরী বিভাগ জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। এদিকে ভারতের উত্তরাখন্ড রাজ্যে প্রাণ হারিয়েছে ৫৫ জন। এছাড়া পশ্চিমবঙ্গে পাচজন ও কেরালায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। জরুরী বিভাগ থেকে আরও জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নেপালে কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ অক্টোবর) জানিয়েছেন, কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে তাদের বাড়িসহ মাটিচাপা পড়েছে এবং দুই তরুণী ভেসে গেছে। পূর্বাভাসে আরও ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে।
অন্যদিকে ভারতের উত্তরাখন্ডের রাজ্য কর্তৃপক্ষের কর্মকর্তা প্রদীপ জৈন জানান, সাতটি আলাদা ঘটনায় অঞ্চলটিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সামনের কয়েক দিনে আরও বেশি এলাকা প্লাবিত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ করছে কর্তৃপক্ষ।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।