ঝড়ে বিপর্যস্ত জার্মানি-ফ্রান্স, পোল্যান্ড নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ২০:০০

ঝড়ে বিপর্যস্ত জার্মানি-ফ্রান্স, পোল্যান্ড নিহত ৪

শক্তিশালী ঝড়ের তাণ্ডবে ইউরোপের দেশ পোল্যান্ডে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) উত্তর ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাণ্ডব চালায় ঝড় ‘অরর’। জার্মানিতে রেল চলাচলে বিঘ্ন, ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, নেদারল্যান্ডসেও মানুষ আহত হয়েছেন। ঝড়ের ফলে বেশ কয়েকটি দেশ ক্ষতির মুখে পড়েছে।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবারের ঝড়ে পোল্যান্ডে মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের ভ্যান ঝড়ের দাপটে উল্টে যাওয়ায় প্রাণ হারান। দেওয়াল ধসে একজন মারা গেছেন। এছাড়া পশ্চিম পোল্যান্ডে গাছ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

এদিকে ঝড়ের পর ফ্রান্সে দুই লাখ ৫০ হাজার বাড়িতে সারারাত বিদ্যুৎ ছিল না এবং নেদারল্যান্ডসে ঝড়ের দাপটে ঘরের টালির ছাদ উড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top