যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৭ লাখ অভিবাসনপ্রত্যাশী আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ২২:১৯

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৭ লাখ অভিবাসনপ্রত্যাশী আটক

এক বছরে ১৭ লাখের বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে ১৬০টির বেশি দেশের নাগরিক রয়েছেন। অভিবাসীদের মধ্যে ১০ লাখের বেশি লোককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

২০০০ সালের পর এই প্রথম এতো অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বলছে, মূলত করোনা মহামারির ফলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা প্রধানত মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর থেকে এসেছে।

আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বড় বেশি ছিল প্রাপ্তবয়স্করা। তাদের সঙ্গে কোনো শিশু ছিল না। এ সংখ্যা ১১ লাখের বেশি হবে। যা মোট আটক হওয়া অভিবাসীদের ৬৪ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top