ইকুয়েডরের কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২৩:০০
ইকুয়েডরের একটি কারাগার থেকে উদ্ধার করা হয়েছে সাতজনের মরদেহ। স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, গেল মাসে দাঙ্গায় ১১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই দাঙ্গায় আহত হন আরও অনেক বন্দি। সেই একই কারাগার থেকে এখন উদ্ধার করা হলো ৭ জনের লাশ। এদিকে, সম্প্রতি কারাগার থেকে উদ্ধার হয় আরও চার কারাবন্দির লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করেছে ওই কয়েদিরা। কিন্তু সঠিক কারণ এখনও জানা যায়নি। সেই ঘটনারও তদন্ত চলছে।
অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয় বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। তবে ওই কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইকুয়েডর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।