মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

ভেনেজুয়েলায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ২২:৫৪

ভেনেজুয়েলায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো

করোনা মহামারির দীর্ঘদিন পর ভেনেজুয়েলার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। দেশটির লাখ লাখ শিক্ষার্থী দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানী কারাকাসের স্কুলগুলোর সামনে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের চোখে পড়ে।

দেশটির টিচারর্স ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের জন্য শ্রেণিকক্ষে ফিরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে সন্দেহও থেকে যাচ্ছে। ভেনেজুয়েলার যুবমন্ত্রী মারভিন মালডোনাডো বলেন, ৮ দশমিক ৭ মিলিয়ন শিশু শ্রেণিকক্ষে ফিরেছে সারাদেশে এবং ৩ দশমিক ১ মিলিয়ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন।

এক টুইট বার্তায় সোমবার প্রেসিডেন্ট মাদুরো বলেন, উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছে। স্বাভাবিক জীবনে ফিরতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top