সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মুক্তি পেলেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০২:৩৩
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক মুক্তি পেয়েছেন। আটকের এক দিন পর দেশটির সেনাবাহিনী তাকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠে। নিন্দার মুখে মঙ্গলবার (২৬ অক্টোবর) আব্দাল্লাহ হামদক ও তাঁর স্ত্রীকে বন্দীদশা থেকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, সোমবার (২৫ অক্টোবর) অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়। এ ছাড়া মন্ত্রিসভার একাধিক সদস্যকে গ্রেপ্তারের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। অভ্যুত্থানের বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করে দেশটির গণতন্ত্রকামী জনগণ। সেখানে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান কমপক্ষে ১০ জন।
গৃহবন্দী হবার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপিয়ান ও আফ্রিকান ইউনিয়ন সুদানের প্রধানমন্ত্রী হামদকসহ অন্য রাজনৈতিক ব্যক্তিদের দ্রুত মুক্তির জোর দাবি জানায়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।