শুরু হলো জি-২০ সম্মেলন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০১:২০
শনিবার (৩০ অক্টোবর) জি-২০ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত হয় এই সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারী ইস্যু গুরুত্ব পাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এরই মধ্যে ইতালির রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু ইস্যু বিশেষ করে কয়লা থেকে স্বচ্ছ জ্বালানির দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি গুরুত্ব পাবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জি-২০ সম্মেলন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।