বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

দুই সপ্তাহ বিশ্রামে রানি এলিজাবেথ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০১:০০

ব্রিটেনের রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি এলিজাবেথকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসময় তিনি কোনও সরকারি ভ্রমণে যেতে পারবেন না।

রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর। এ সময়ে তাকে দরকার হলে হালকা কোনো দায়িত্ব পালন করতে পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দর্শকদের সঙ্গে ভার্চ্যুয়ালি সাক্ষাত। রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, চলতি বছরের ১৪ নভেম্বর সিনোটাফে হবে রিমেমব্রেন্স সানডে সার্ভিস। তাতে উপস্থিত হতে দৃঢ় সংকল্প রয়েছে রানি।

নর্দান আয়ার‌ল্যান্ডে ভ্রমণ বাতিলের পরই ২০ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা করাতে যান তিনি। এরপর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

অসুস্থতার কারণে গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সিওপি-২৬ সম্মেলনে যোগ দিতে পারছেন না রানি এলিজাবেথ। তবে সম্মেলনে না থাকলেও তিনি প্রতিনিধিদের উদ্দেশে রেকর্ড করা ভিডিও বার্তা পাঠাবেন। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত তার বক্তব্য রেকর্ডও করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top