জি২০ সম্মেলনে করপোরেট কর আরোপে একমত বিশ্ব নেতারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ২৩:৪৪

জি২০ সম্মেলনে করপোরেট কর আরোপে একমত বিশ্ব নেতারা

জি-২০ ভুক্ত দেশের শীর্ষ নেতারা করপোরেট ট্যাক্স বিষয়ক চুক্তিতে একমত হয়েছেন । তারা বলছেন, বৃহৎ ব্যবসার লভ্যাংশের ওপর শতকরা কমপক্ষে ১৫ ভাগ আয়কর বা ট্যাক্স দিতে হবে।

রবিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্বের বড় বড় বহুজাতিক সংস্থাগুলো কম আয়করের সুযোগ নিয়ে তাদের লভ্যাংশ আবার ব্যবহার করছে। তার পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে আরও সুসংহত করতে নেতারা বৈশ্বিক এই চুক্তিতে উপনীত হয়েছেন। চুক্তিটি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। রবিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন হতে পারে। বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সালের মধ্যে।

জি-২০ সম্মেলনের পরপরই স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে কপ-২৬ এর আসর। তাই জলবায়ু সংকট, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে নীতিনির্ধারণী আলোচনাগুলোও উঠে আসবে জি-২০ সম্মেলনে। পাশাপাশি দীর্ঘ বিরতির পর বৈশ্বিক নেতারা নিজেদের মধ্যে দেখা হওয়ার প্রেক্ষিতে পারস্পরিক সম্পর্কও ঝালিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top