বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কোপ২৬: বিশ্বনেতাদের ক্ষমা চাইলেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০০:১২

কোপ২৬: বিশ্বনেতাদের ক্ষমা চাইলেন বাইডেন

জাতিসংঘের ‌জলবায়ু শীর্ষ সম্মেলন কোপ২৬-এ দেয় বক্তব্যে বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের হঠকারি সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বাইডেন বলেন, হয়তো আমার ক্ষমা চাওয়া ঠিক নয়। কিন্তু আমি সত্য লুকিয়ে থাকতে রাজি নই। চরম সত্যের জন্য ক্ষমা চাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ প্রেসিডেন্ট (ট্রাম্প) প্যারিস চুক্তি প্রত্যাখান করেছিলেন ফলে আমরা স্পষ্ট পিছিয়ে পড়েছি।

২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া দেশগুলি কার্বন ফুটপ্রিন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে আচমকাই সেই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, প্যারিস চুক্তি মেনে শিল্পোন্নয়ন করা সম্ভব নয়। আমেরিকা ওই চুক্তি মানতে বাধ্য নয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top