ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ০০:০৮
ইথিওপিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এই ঘোষণা।
এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির মন্ত্রিসভা ছয় মাসের জন্য জরুরি অবস্থা কার্যকর করেছে। ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় জারি রয়েছে কারফিউ। ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন নাগরিকরা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সাথে গত এক বছর ধরে লড়াই করছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সরকার বলছে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য এখনও লড়াই করছেসেনাবাহিনী।
সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইথিওপিয়া জরুরি অবস্থা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।