ইরানের পারমাণবিক আলোচনা শুরু ২৯ নভেম্বর: ইইউ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ০৩:৫৬

ইরানের পারমাণবিক আলোচনা শুরু ২৯ নভেম্বর: ইইউ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পারমাণবিক চুক্তি ফের চলমান করার লক্ষ্যে আলোচনা শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। ছয় বিশ্ব শক্তির সাথে পারমাণবিক চুক্তি চলমান করার লক্ষ্যে এই আলোচনা।

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস।

ইইউয়ের বিবৃতিতে বলা হয়, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবেন। আলোচনায় ইইউয়ের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত প্রধান জোসেফ বোরেলের পক্ষে সভাপতিত্ব করবেন এনরিক মোরা।

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে শুরু করা ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম দিলেই এ নিয়ে সামনে আগানো হবে বলে জানিয়ে রেখেছে মার্কিন প্রশাসন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top