সুদানে ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ সেনাপ্রধানের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ২১:০৩
সুদানে সামরিক অভ্যুত্থানে আটক চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বার্তায় এ নির্দেশ দেন দেশটির অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।
সুদানের সম্প্রচার মাধ্যম জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই চার মন্ত্রী হলেন, টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম।
এর আগে, ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরই মধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।