নাইজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৬৯
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ২৩:১০
বন্দুকধারীদের হামলায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে কমপক্ষে ৬৯ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও রয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, নাইজারের ২ প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকার এই জায়গাটি সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বন্দুক হামলার সঙ্গে গোষ্ঠী দুটির সম্পর্ক রয়েছে।
হামলাটি হয়েছে তিলাবেরি অঞ্চলের আদাব-দাব গ্রামে। মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা হামলা চালায়। বন্দুকধারীদের লক্ষ্য ছিল ভিজিল্যান্স কমিটিস নামে স্থানীয় একটি প্রতিরক্ষা বাহিনী। হামলার পর বন্দুকধারীরা মালির দিকে চলে যায়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নাইজার নাইজারে বন্দুকধারী আফ্রিকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।