ভেজাল মদ পানে ভারতে ২৪ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ০২:১৩

ভেজাল মদ পানে ভারতে ২৪ জনের মৃত্যু

ভারতের বিহারের গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় ২ দিনে 'ভেজাল মদ' পানে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে।

শুক্রবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, এরমধ্যে পশ্চিম চম্পারণ জেলার তেলহুয়া গ্রামে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৮ জনের মৃত্যু হয়েছে। একইদিনে গোপালগঞ্জে ভেজাল মদ পানে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিহারের মন্ত্রী জনক রাম বলেন, অভিযোগ করা হচ্ছে নকল মদ পানে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু, আমি তাদের বাড়িতে গিয়েছি। আমার মনে হচ্ছে এটি এনডিএ সরকারের বদনাম করার ষড়যন্ত্র হতে পারে।

গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার বলেন, দুই দিনে জেলার মুহাম্মাদপুর গ্রামে রহস্যজনক কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পুলিশের তিনটি দল ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top