বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা থুনবার্গ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ২২:০৬

কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ুবিষয়ক ‘কপ২৬ শীর্ষ সম্মেলন’ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ। শুক্রবার (০৫ নভেম্বর) গ্রেটার ডাকে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।

গ্রেটার মতে, ‘কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে, এটা গোপন কিছু নয়। এটা দিবালোকের মতো সত্য যে, যেভাবে আমরা এ সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান কোনোভাবেই সম্ভব নয়। কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।’

গ্রেটা আরও বলেন, নেতারা তাদের কল্পনার জগতে বাস করে ভাবতে পারেন- প্রযুক্তি দিয়ে আচমকা সব সমস্যা সমাধান করবেন। অথচ বাস্তবে পৃথিবী আক্ষরিক অর্থেই জ্বলছে। আর সামনের সারিতে থাকা মানুষ সহ্য করছে পুরো আঘাত।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ব্যবসায়িক সম্মেলন’ উল্লেখ করে গ্রেটা বলেন, ‘জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এ সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top