নাগরিকদের ইথিওপিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০৫:১০

নাগরিকদের ইথিওপিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

ইথিওপিয়ায় চলমান সহিংসতা ও বিক্ষোভের জেরে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ( ৬ নভেম্বর) আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

ইথিওপিয়ায় সহিংসতা বাড়ার পর বুধবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র জানায় গভীর উদ্বেগের কথা। এর পরেই ইথিওপিয়ায় মার্কিন দূতাবাস থেকে এলো এমন সিদ্ধান্ত। ডেনমার্ক ও ইতালিও নিজ নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে ইথিওপিয়া ছাড়ার। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার ইথিওপিয়ায় পুরো দেশে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। তাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।

এদিকে, ছয় মাসের জন্য দেশটির সরকার জরুরি অবস্থা কার্যকর করেছে। ফলে অচল হয়ে পড়েছে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় জারি রয়েছে কারফিউ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ইথিওপিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top