ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার সুদানের সেনাপ্রধানের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০১:২৭
সুদানের সামরিক অভ্যুত্থানের নেতা সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে অঙ্গীকার করেছেন।
দেশটির স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) তিনি বলেন, নতুন সরকারের দায়িত্বে তিনি অংশ নেবেন না। তিনি বলেন এটি আমাদের অঙ্গীকার- আমরা নিজেরাই যেটি করছি, সুদানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর করা হবে, সঠিক সময়ে নির্বাচন হবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শান্তির জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে না।
তিনি আরও বলেন, সুদানের সেনাবাহিনী দেশটির সাধারণ মানুষকে হত্যা করতে পারে না। সহিংসতায় নিহতদের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। সুদানের স্বাধীন চিকিৎসকদের সংগঠনের তথ্য অনুযায়ী, সহিংসতায় প্রাণ যায় ১৪ জনের এবং আহত হন তিনশ জনের মতো মানুষ। এখনও আন্দোলন অব্যাহত রয়েছে দেশটির বিভিন্ন স্থানে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সুদান আবদেল ফাত্তাহ আল বুরহান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।