ইথিওপিয়ায় জাতিসংঘের ১৬ কর্মী আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০০:০৩

ইথিওপিয়ায় জাতিসংঘের ১৬ কর্মী আটক

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৬ জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

ডুজারিক বলেন, আটককৃতদের মুক্ত করতে ইথিওপিয়ান সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। তবে এই স্টাফদের কেন আটক করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আটককৃতরা সবাই ইথিওপিয়ার নাগরিক। আটকের পর জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা তাদের সঙ্গে দেখা করেছেন।

এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top