ফ্রান্সে ২১০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৩:২৫
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে নৌপথে পাড়ি দেয়ার সময় ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চারজন শিশু ছিল।
ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার সময় বহনকারী নৌকা জব্দ করে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফ্রান্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার তারা সাতটি অভিযান পরিচালনা করে ওই এলাকায়।
২০১৮ সালের শেষের দিকে এই পথে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে গেছে। যদিও এটি ঝুঁকিপূর্ণ বলে আগে থেকেই সতর্ক করে আসছে কর্তৃপক্ষ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ফ্রান্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।