মলনুপিরাভিরের অনুমোদন পেতে ভারতের তোড়জোড়
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০১:৪০
কোভিড-১৯ সারাতে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের অনুমোদন পেতে তোড়জোড় শুরু করেছে ভারত। চোখ ফাইজারের তৈরি একই ধরনের ওষুধেও রয়েছে। তবে ফাইজারের ক্ষেত্রে কিছুটা সময় লাগলেও আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় নীতিনির্ধারকরা অনুমোদন দিতে পারেন মার্কের তৈরি ওষুধটির।
ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) কোভিড স্ট্র্যাটেজি গ্রুপের চেয়ারম্যান ডা. রাম বিশ্বকর্মা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে দেশটিতে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে মার্কের মলনুপিরাভির। তবে ফাইজারের প্যাক্সলোভিডের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে। ওষুধ নির্মাতাদের সঙ্গে পাঁচটি কোম্পানি আলোচনা করছে বলেও জানান তিনি।
ভারতীয় এ বিশেষজ্ঞের মতে, কোভিড-১৯ বৈশ্বিক থেকে আঞ্চলিক মহামারি হয়ে ওঠার মুহূর্তে এ দুটি ওষুধ টিকার চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। এগুলো ‘করোনাভাইরাসের কফিনে বিজ্ঞানের শেষ পেরেক’ বলেও মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোভিড-১৯ মলনুপিরাভির ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।