বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাত হাজার ৮৯০ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০২:৩০

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাত হাজার ৮৯০ জনের

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে সাত হাজার ৮৯০ জনের। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৬১৮ জন। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৬৮৮ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৫ কোটি ২১ লাখ ৩ হাজার ১৮৫ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ১২৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরেরে অবস্থানে আছে ভারত। করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও জার্মানি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top