ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন দুতার্তের মেয়ে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ০৩:৩৯
ফিলিপাইনের নেতা রদ্রিগো দুতার্তের মেয়ে সেই দেশের ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। এরই মধ্যে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন তিনি।
২০২২ সালের নির্বাচনে দুতার্তের মেয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যাপারে গগ কয়েকমাস ধরে যে গুঞ্জন ছিল, অবশেষে সেটার অবসান ঘটল। বার্ত সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের নির্বাচন কমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সারা দুতার্তে কারপিও ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা জমা দিয়েছেন। একজন প্রতিনিধির দ্বারা তিনি এটি করেছেন।
অন্যদিকে, ৭৬ বছর বয়সী রদ্রিগো দুতার্তে এক মাস আগেই জানিয়ে দিয়েছেন, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি। দুতের্তের মেয়ে সারা দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বর্তমান মেয়র। তিনি ভিন্ন একটি রাজনৈতিক দলের সদস্য। এর আগে নির্বাচনের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সারা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।