হাসান আজিজুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০১:৪৫

হাসান আজিজুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: মমতা বন্দ্যোপাধ্যায়

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, হাসান আজিজুল হকের প্রয়াণে সাহিত্যজগতের এক অপূরণীয় ক্ষতি হলো। মমতা আরও বলেন, ‘আমি হাসান আজিজুল হকের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) রাজশাহীর নিজ বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

এনএফ৭১/এমএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top