পোল্যান্ড-বেলারুশ সীমান্তে সংঘর্ষ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৩:০৬
টানা কয়েকদিন ধরে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অপেক্ষা করছেন বহু অভিবাসনপ্রত্যাশী। পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছেন তারা। তাদের প্রতিহত করতেই টিয়ার গ্যাস ছোড়ে পোলিশ বাহিনী। নিজেদের আত্মরক্ষায় পাল্টা পাথর ছুড়েন অভিবাসনপ্রত্যাশীরা।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) শরণার্থী ও পোলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থীরা কুজনিকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছিল। পোলিশ বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে তারা। তার জবাবে জল কামান ও টিয়ার গ্যাস ছোঁড়া হয়।
অন্যদিকে, বেসরকারি উন্নয়ন সংস্থার একটি জোট গ্রুপা গ্রানিকার কর্মকর্তা মার্তা সেজম্যানদারিস্কা বলেন, পোলিশ বাহিনীর শরণার্থীদের ওপর হামলা সম্পূর্ণ বেআইনি। তারা শুধু অন্যায় করেনি, অমানবিক কাজ করেছে। সংঘর্ষে কোনো শরণার্থী আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, সম্প্রতি সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে পোল্যান্ড সরকার। সীমান্তে এমন জটিল পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পোল্যান্ড বেলারুশ ভ্লাদিমির পুতিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।