সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০০:৩২

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৫

সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। বুধবার সেখানে চলমান বিক্ষোভে গুলিবর্ষণ করে নিরাপত্তারক্ষী বাহিনী।

গেল মাস থেকে শুরু করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে সুদানে। যথারীতি বুধবারও বিক্ষোভকারীরা জড়ো হন রাজধানী খাতুমের রাস্তায়। অন্যান্য শহরেও তারা জড়ো হয়ে শুরু করেন বিক্ষোভ প্রদর্শন। তারা টায়ার জ্বালিয়ে, বেরিকেট তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার শেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক।

এই ঘটনার পর পরই দেশের মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। রাস্তা থেকে সরে গিয়েও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের ভাষা ছিল এরকম— ‘জনগনই বেশি শক্তিশালী। এ লড়াই থেকে সরে যাওয়ার উপায় নেই। ন্যায্যতার অধিকার রাস্তা থেকেই আদায় হয়, কামানের গোলা দিয়ে সেটা করা যায় না।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top