ভারতে জয় উদযাপন কৃষকদের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০৫:৩৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় ভারতে মিষ্টি বিতরণ করে জয় উদযাপন করছে কৃষক আন্দোলনের নেতারা।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা শোনার পর দিল্লির সিঙ্ঘু ও গাজিপুর সীমানায় বদলে যেতে শুরু করে দৃশ্যপট। যে সীমানা দীর্ঘ এক বছর ধরে হয়ে উঠেছে কৃষক আন্দোলনের দুর্গ। শুক্রবার সেই দুই সীমানায় কৃষক দুর্গ যেন এক মুহূর্তে উচ্ছ্বাসের বানে ভেসে গেছে।
জয়োল্লাসের ছবি সীমানার কানায় কানায়। গুরু নানক জয়ন্তীতে শুক্রবার প্রধানমন্ত্রী ঘোষণা করেন তিন কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্র। এই ঘোষণার পর পরই দৃশ্যটা বদলে যেতে শুরু করে সিঙ্ঘু এবং গাজিপুর সীমানায়।
কৃষকদের কাছে এ এক বিশাল জয়। দীর্ঘ এক বছর আন্দোলনের জয়। আর সেই জয়ের আস্বাদ উপভোগ করতে দেখা গেল কৃষকদের। দুই সীমানায় ফিরে এলো উচ্ছ্বাসের ছবি। আর সেই জোয়ারে গা ভাসালেন দেশের অন্য প্রান্তের কৃষকরাও।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ভারত নরেন্দ্র মোদি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।