যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিচ্ছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০০:১০

যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিচ্ছে রাশিয়া

জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ডিজেল পরিবহনকারী ৪টি ট্যাঙ্কার জাহাজ।

মার্কিন সংবাদমাধ্যম ব্‌লুমবার্গের বরাত দিয়ে শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া বরাবরই জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top