শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আত্মঘাতী বোমা হামলায় নিহত সোমালিয়ার সাংবাদিক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০১:৩৫

আত্মঘাতী বোমা হামলায় নিহত সোমালিয়ার সাংবাদিক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক আবদিআজিজ মাহমুদ। স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তিনি এই হামলার শিকার হন বলে জানা গেছে।

সাংবাদিক আবদিআজিজ মাহমুদের চাচাতো ভাই আব্দুল্লাহি নুর রয়টার্সকে জানান, আবদিআজিজ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তিনি আরও জানান, আল-শাবাবের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এই গুণী সাংবাদিক আবদিআজিজ।

এদিকে, রাজধানীতে আত্নঘাতী এ বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন আবদিআজিজ। ওই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে সোমালিয়ার জাতীয় টেলিভিশনের পরিচালক ও তার গাড়ি চালকও রয়েছেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top